• Next Big Event :
  • 00days
  • 00Hours
  • 00minutes
  • 00Seconds

WATCH Our Video

পরম করুণাময়
দয়ালু আল্লাহর নামে

দরগাপাশা ইউনিয়নের সামগ্রীক উন্নয়নের আমার ইউনিয়ন দরগাপাশা'কে এগিয়ে নিতে আমাদের সুদৃঢ় মনোভাব শক্তি যোগাবে গড়ে তুলতে সমৃদ্ধ ইউনিয়ন। 

নগদ অর্থ সহযোগীতা

অসচ্ছল মেধাবী শিক্ষার্থী যারা অর্থনৈতিক অভাবে পরীক্ষার ফরম পূরণ, বেতন-ভাতা পরিশোধ করতে পারছেন না তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য যাচাইক্রমে সরাসরি অর্থ প্রদান কিংবা পরিশোধ।
 

শিক্ষা উপকরণ

শিক্ষার্থীর শিক্ষা উপকরণ (বই, খাতা, কলম সহ অন্যান্য) সামগ্রী ক্রয়ের প্রয়োজনে তা আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য যাচাইক্রমে সরাসরি অর্থ প্রদান কিংবা ক্রয় করে দেয়া।

কারিগরী প্রশিক্ষণ

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরী শিক্ষা (কম্পিউটার প্রশিক্ষণ, ইংরেজী ভাষা প্রশিক্ষণ ও অন্যান্য) প্রশিক্ষণ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা।

শিক্ষা বৃত্তি

ইউনিয়নের সকল শিক্ষার্থীদের নিয়ে বাৎসরিক বৃত্তি ঐ প্রকল্পের আওতায় কার্যক্রম চলমান থাকবে।
বিস্তারিত শীঘ্রই সংযুক্ত হইবে......

অবকাঠামোগত উন্নয়ন

  • ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘর নির্মাণ।
  • সৌন্দর্য্য বর্ধনকারী স্থাপনা নির্মাণ ।

বৃক্ষরোপন ও চারা বিতরণ

  • পরিবেশ রক্ষার্থে বৃক্ষ রোপন।
  • প্রয়োজন অনুযায়ী চারা বিতরণ করা ।

সামাজিক বেষ্টনী

  • বিভিন্ন ভাতা ব্যবস্থা করা।
  • ইয়াতিম ও মিসকিনদের জন্য সহযোগীতা তহবিল ।

স্বাস্থ্য

  • অসুস্থ ব্যক্তিদের সহযোগীতা করা ।
  • স্বাস্থ্য সেবা ক্যম্পে সেবা ও ঔষধ প্রদান।

আমাদের মূল লক্ষ্য

আমার ইউনিয়ন-দরগাপাশা প্রতিষ্ঠার মূল লক্ষ্য দরগাপাশা ইউনিয়নের আর্তসামাজিক মৌলিক উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। সর্বস্থরের জনগণের সহযোগীতায় সমুন্নত সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলা। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সংগঠনের সাথে সমন্বয় করে উন্নয়ন কার্যে সহযোগী ও সহযোগীতা করা।

2000 +

সেবা

33 +

গ্রাম

100 +

সেচ্ছাসেবক ও দাতা

17045 +

জনসংখ্যা

নিউজলেটার সাইন আপ