• Next Big Event :
  • 00days
  • 00Hours
  • 00minutes
  • 00Seconds

প্রকল্প সমূহ

শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সামাজিক বেষ্টনী ও পরিবেশ নিয়ে 'আমার ইউনিয়ন' কাজ করবে ।
উক্ত প্রকল্পগুলোর মাধ্যমে ইউনিয়নে বিভিন্ন গ্রামে প্রয়োজন অনুযায়ী কার্যক্রম সম্পন্ন হবে।

শিক্ষা সহায়তা

দরগাপাশা ইউনিয়নের মেধাবী আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষা উপকরণ (বই, খাতা, কলম সহ যাবতীয়)অথবা প্রয়োজন অনুযায়ী আর্থিক সহযোগীতা (পরীক্ষার ফি প্রদান, বেতন পরিশোধ সহ অন্যান্য সরকারী ফি) পরিশোধ করা। এক্ষেত্রে সকল নির্দেশনা ও শর্ত নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে।

প্রণোদনার জন্য আবেদন করুন

অবকাঠামো

 
ইউনিয়নের বিভিন্ন গ্রামে হতদরিদ্র/বিধবা এবং ভূমিহীনদের ঘর নির্মাণ করে দেয়া। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও হাওরে সৌন্দর্য্য বর্ধনকারী স্থাপনা নির্মাণ করা। দৃষ্টিনন্দন স্থাপনা ঐ প্রকল্পে স্থান পাবে। পাশাপাশি গভীর নলকূপ নির্মাণ করা।  
 
 

পরিবেশ ও জলবায়ূ

 
পরিবেশ এর সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ূ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য প্রতিবছর একটি নির্দিষ্ট পরিমাণে বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হবে। এছাড়াও নানামূখী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।  
 
 

সামাজিক বেষ্টনী

 
ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিবন্ধীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা (যারা সরকারী সুবিধাভোগীর বাহিরে)। পাশাপাশি ইয়াতিম ও মিসকিনদের সহায়তায় তহবিল গঠন, ইয়াতিম খানা চালু ও তাদের শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  
 
 

স্বাস্থ্য সেবা

 
ইউনিয়ন ব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মেডিকেল ক্যম্প, চক্ষু সেবা শিবির সহ অসুস্থ ব্যক্তিদের সহায়তায় ঐ প্রকল্পের আওতায় কার্যক্রম চলমান থাকবে।  
 
 
 

পাশাপাশি বিভিন্ন সময়ে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে।

আপনার প্রশ্ন কিংবা জিজ্ঞাসা করতে পারেন আমাদের ইমেইলে।

নিউজলেটার সাইন আপ